Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জিআইএস

জি আই এস হচ্ছে বর্তমান যুগের অগ্রগামী প্রযুক্তির মধ্যে একটি, যার মাধ্যমে আমরা আমাদের চারপাশের জড় ও জৈব পদার্থ গুলোকে নিয়ন্ত্রন করতে পারি। নিয়ন্ত্রন বলাটা হয়তো বেশি হয়ে জি আই এস আমাদের জীবনে এমন প্রভাব ফেলবে যা আমাদের জীবনকে আরো সহজ ও সুন্দর করে তুলবে।

বর্তমান জি.আই.এস ব্যবহার হচ্ছে প্রথম পর্যায়ের দিকে। জি.আই.এস মাধ্যমে মানচিত্র বা পৃথিবীকে নিয়ে আসা হচ্ছে ডিজিট্যাল আকারে। তারপর প্রয়োজন অনুযায়ী তাতে তথ্য যোগ করে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রকম পর্যালোচনা বা পরীক্ষা নিরীক্ষণ বা পর্যবেক্ষণ বা ভবিষৎ নিধারণের ক্ষেত্রে। জি.আই.এস. এর মাধ্যমে অতি সহজে আমরা একটি দেশের কৃষি, বিদ্যুৎ শহরের উন্নয়ন প্রাকৃতি দূর্যোগ ইত্যাদি সমস্যার সমাধান বা তাদের পর্যাক্রমিক পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ণয় করা সম্ভব।

জি.আই.এস. এর ২য় পর্যায়ের ব্যবহার হচ্ছে এর মাধ্যমে একটি শহরের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রন করা। দেশের বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রন ও সুসম বন্টন করা, গ্যাস, তেল থেকে শুরু করে এসবের ব্যবহার গ্রাহকদের কাছে সুনিশ্চিত করা এবং সময় মত বিল তৈরি করা ইত্যাদি সংযুক্ত করা যায় জি.আই এসের সাথে। যে কোন কিছু ট্রেকিং করার - ক্ষেত্রে জি.আই.এস একমাত্র সমাধান। ৩য় পর্যায়ের ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক ব্যবহার। পৃথিবীর বিমান ব্যবস্থা ও জাহাজ চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রন করা এর একটি অংশ। কটেইনার থেকে শুরু করে কাপড়ে ছোট একটা চিপ ব্যবহার করে অতি সহজে আমরা তাদের অবস্থান বের করতে পারি এবং এই তথ্য ব্যবহার করে আমরা মার্কেটিং এনালাইসিস থেকে শুরু করে সব করতে পারি।